Thursday , January 18 2018
শিরোনাম
You are here: Home / Home / মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

মুন্সীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান-বলাকিচর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনুচ মিয়া (৫০) নামে আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাতদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২১ জুলাই) গভীর রাতে তিনি মারা যান। গজারিয়া থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঁঞা জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউনুচ মিয়া। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হলো। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি। ১৪ জুলাই দু’গ্রুপের সংঘর্ষে হোসেন্দী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মো. গোলাপ সরকার (৫০) ও তার ছোট ভাই আইয়ূব আলী সরকার নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন গুলিবিদ্ধসহ আহত হন ১৫ জন।

Scroll To Top