Thursday , February 22 2018
শিরোনাম
You are here: Home / ঢাকা / রেলিং ভেঙে ভাস্কর্যের বেদিতে প্রাইভেট কার

রেলিং ভেঙে ভাস্কর্যের বেদিতে প্রাইভেট কার

রেলিং ভেঙে ভাস্কর্যের বেদিতে প্রাইভেট কার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দ্রুতগতির একটি প্রাইভেট কার রেলিং ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের বেদিতে উঠে গেছে।

গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই শাহাব আলী জানিয়েছেন।

তিনি  বলেন, সকালে দোয়েল চত্বরের দিকে থেকে আসা দ্রুতগতির প্রাইভেট কারটি রাজু ভাস্কর্যের বেদির রেলিং ভেঙে ঢুকে পড়ে। গতি বেশি থাকা চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পারায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর চালক পালিয়ে যায় জানিয়ে তিনি বলেন, গাড়িতে আরো দুইজন নারী থাকলেও তারা আহত হননি।

পরে পুলিশ গাড়িটি এবং দুই নারীকে শাহবাগ থানায় নিয়ে যায়।

দুই নারীর একজন গাড়ির মালিক মোক্তার হোসেন নামের এক ব্যবসায়ীর স্ত্রী বলে জানান এসআই শাহাব।

তিনি বলেন, পরে মোক্তার হোসেন থানায় এসে দুই নারীকে ছাড়িয়ে নিয়ে যান।

এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী।

About admin

Comments are closed.

Scroll To Top