Thursday , February 22 2018
শিরোনাম
You are here: Home / হবিগঞ্জে পাসপোর্ট জালিয়াত চক্রের ৪ সদস্য আটক

হবিগঞ্জে পাসপোর্ট জালিয়াত চক্রের ৪ সদস্য আটক

ডিটেকটিভ নিউজ ডেস্ক

হবিগঞ্জ শহর থেকে পাসপোর্ট অফিসে জালিয়াত চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাল সনদপত্র, জাল পাসপোর্ট, পররাষ্ট্র সচিবের জাল সাক্ষরযুক্ত সনদপত্র, জাল জাতীয় সনদপত্র, ওসি-এসপির সাক্ষরযুক্ত জাল পুলিশ ভেরিফিকেশন ও সিল মোহর, এসএসসি ও এইচএসসির জাল সনদপত্র, জাল জন্ম-নিবন্ধন ও নাগরিক সনদপত্র, বিভিন্ন স্কুল-কলেজের জাল পরিচয়পত্র এবং জালিয়াতি কাজে ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই সুদ্বীপ রায় জানান, দীর্ঘদিন যাবত একটি শক্তিশালী চক্র হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ জেলার বিভিন্ন স্থানে জালিয়াতি কারবার চালিয়ে আসছে। এদের ধরতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করলেও সুকৌশলে ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায় তারা। সম্প্রতি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এদের বিরুদ্ধে আরো বেশি তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের নতুন পৌরসভা কার্যালয় সংলগ্ন আল-মনছুর এয়ার সার্ভিস লিমিটেডে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামের হাজী আবুল হোসেনের ছেলে আল-মনছুরের মালিক বর্তমানে হবিগঞ্জ শহরের অনন্তপুরের বাসিন্দা রুহুল আমিন (৪০) ও একই প্রতিষ্ঠানের কর্মচারী হবিগঞ্জ শহরের দক্ষিণ অনন্তপুরের বাসিন্দা শুকুরের ছেলে রফিকুল ইসলামকে (২৮) আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের রহমত আলীর ছেলে হবিগঞ্জ শহরের পুরান পৌরসভা সড়কস্থ দয়াল শাহ কম্পিউটারের মালিক শফিকুল ইসলাম (৩৫) ও একই প্রতিষ্ঠানের কর্মচারী বানিয়াচং উপজেলার কুমড়ি গ্রামের হেলাল মিয়ার ছেলে মইন উদ্দিনকে (২৫) আটক করা হয়। আটক অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই সুদ্বীপ রায়, এসআই আব্দুল করিম ও এসআই ইকবাল বাহার। বুধবার রাত ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (উত্তর) সাজিদুর রহমান এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) মো. রাশেদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন পিপিএম।

Scroll To Top