Monday , February 26 2018
শিরোনাম
You are here: Home / রাজনীতি / চট্টগ্রামে পোশাক কর্মী ছাঁটাইয়ের পর সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

চট্টগ্রামে পোশাক কর্মী ছাঁটাইয়ের পর সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল গেট এলাকায় একটি পোশাক কারখানায় দুই কর্মচারীকে ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শ্রমিকরা। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনার সূত্রপাত। শুরুতে ওই এলাকার চৌধুরী অ্যাপারেলসের শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে বায়েজিদ বোস্তামি সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ চলার পর পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আট পুলিশ সদস্য ও ছয়-সাত জন শ্রমিক আহত হন। বায়েজিদ থানার ওসি মো. মহসিন বলেন, সকালে কারখানায় এসে দুই সুপারভাইজারকে ছাঁটাইয়ের খবর জানতে পেরে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা সড়কে নেমে আসে। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সংলগ্ন অংশে মূল সড়ক অবরোধ করে অবস্থান নেয়। শ্রমিকদের বিক্ষোভের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ওসি বলেন, শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে আমরাও লাঠিপেটা করি। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) কাজী মুত্তাকি ইবনু মিনান বলেন, শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে হামলা চালানোয় হালকা সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। মালিক পক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা দুপুরের পর কারখানায় ফিরে গেছে বলেও দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। এদিকে সংঘর্ষের ঘটনায় শিল্প পুলিশের কনস্টেবল মো. আমিনুল ইসলাম ও বায়েজিদের ওসি মো. মহসিনসহ আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে কনস্টেবল আমিনুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানিয়েছেন। সংঘর্ষে ছয়-সাতজন শ্রমিকও আহত হয়েছেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত শ্রমিকরা বায়েজিদ এলাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Scroll To Top